মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০১৮ উদ্যাপন উপলক্ষে ২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে কনসাল জেনারেল রেজিনা আহমেদ, মিলান প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে স্থাপিত অস্থায়ী শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন।
দিবসটি পালন উপলক্ষে বিকালে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মিলান-এর হল রুমে আলোচনা সভায় আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কম্যুনে ডি মিলানোর ‘ঊয়ঁধষ ড়ঢ়ঢ়ড়ৎঃঁহরঃরবং ধহফ পরারষ ৎরমযঃং’ কমিটির প্রেসিডেন্ট ডিয়ানা দি মার্কি। ভারতীয় কনসাল জেনারেল চরনজিৎ সিং তাঁর বক্তব্যে মহান ভাষা আন্দোলনে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। এছাড়া ইতালীয় নাগরিক ইউজেনিও বারলাসিনা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও মহাপরিচালক (ইউনেস্কো)-এর বাণী পাঠ করে শোনানো হয়।
অনুষ্ঠানের সাংস্কৃতিক অংশে প্রবাসী বাংলাদেশি শিশুকিশোরসহ ইন্টারন্যাশনাল স্কুল অভ্ ইউরোপ, ব্লুম কলেজ, ল্যাঙ্গুয়েজ হাই স্কুল এবং কমুনে মিলানো স্কুলের শিক্ষার্থীরা বাংলা, হিন্দী, তিব্বতী, চীনা, ইংরেজী, ইতালীয়, শ্রীলংকান, রুশ, জুলু, আরবি, স্প্যানিশ, হিব্রু, জাপানী, কোরিয়ান, ফরাসী এবং গ্রীকসহ মোট ১৭টি ভাষায় বহুভাষিক পরিবেশনা উপস্থাপন করে। তাছাড়া এ দিবস সংক্রান্ত দুটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।