এভারেস্ট জয় করে আর্জেন্টিনার অধিনায়ক ও সেরা ফুটবল খেলোয়াড় লিওনেল মেসির জার্সিসহ নিজের ছবি পোস্ট করলেন চীনের এক পর্বতারোহি ড্যান জেংলুওবু। এমন কীর্তি চোখ এড়ায়নি মেসির। তাই জেংলুওবুর সেই ছবি নিজের ওয়েবসাইটে দিয়ে আর্জেন্টিনার তারকা লিখেছেন, ‘এভারেস্ট জয় করার জন্য তোমাকে অভিনন্দন এবং সেখানে পৌঁছে আমার প্রতি তোমার ভালবাসার বহিঃপ্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ।’
বিশ্বকাপের আগে চীনের এক পর্বতারোহীর এমন কীর্তি আত্মবিশ্বাস যোগাবে এতে কোন সন্দেহ নেই। তাই মেসির ছবিটি টুইটারে ভাইরাল হবার পর ভক্তদের নানারকম টুইটের বন্যা বইছে। বিশ্বকাপের সাথে তুলনা করে অনেকেই বলছেন, ‘মেসি কি রাশিয়ার বিশ্বকাপে এভারেস্ট জয় করতে পারবে।’
আবার অনেকে বলছেন, ‘রাশিয়ার বিশ্বকাপে এভারেস্ট জয়ের চ্যালেঞ্জ থাকছে মেসির জন্য। কাজটি অনেক কঠিন। তবে আমরা মেসি ও তার দলকে নিয়ে অনেক বেশি আশাবাদী।’
ক্লাব পর্ব শেষ করে বিশ্বকাপের জন্য বুয়েন্স আয়ার্সে আর্জেন্টিনার সাথে অনুশীলনে ব্যস্ত সময় কাটাচ্ছেন মেসি। এবার বিশ্বকাপের জন্য নিজেকে তৈরি করবেন ইউরোপ লিগে রেকর্ড গোল্ডেন সু জয় করা মেসি।
আসন্ন বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে খেলবে আর্জেন্টিনা। গ্রুপের অন্য দলগুলো হলো- আইসল্যান্ড, ক্রোয়েশিয়া ও নাইজেরিয়া।