মালয়েশিয়ায় অ্যাটর্নি জেনারেলের মনোনয়নের প্রতি রাজার সম্মতি

মালয়েশিয়ায় অ্যাটর্নি জেনারেলের মনোনয়নের প্রতি রাজার সম্মতি

মালয়েশিয়ার রাষ্ট্র প্রধান রাজা সুলতান মাহমুদ পঞ্চম দেশটির নতুন অ্যাটর্নি-জেনারেল হিসেবে টমি থমাসকে দেয়া প্রধানমন্ত্রী মাহাথিরের মনোনয়নের প্রতি সম্মতি জানিয়েছেন। সোমবার রাজ প্রাসাদের এক বিবৃতিতে একথা বলা হলেও মঙ্গলবার তা প্রকাশ করা হয়। খবর সিনহুয়ার।
বিবৃতিতে বলা হয়, অ্যাটর্নি-জেনারেলের এ নিয়োগকে মেনে নিতে রাজা মালয়েশিয়ার সকলের প্রতি আহবান জানিয়ে বলেন, এটা নিয়ে সংঘাত সৃষ্টি করা উচিত হবেনা। মালয়েশিয়ার জাতি, ধর্ম নির্বিশেষে সকলকে নিরপেক্ষ দৃষ্টিতে দেখা উচিত হবে।
রাজা সাবেক অ্যাটর্নি-জেনারেল আপান্দি আলীর অপসারণের প্রতিও সম্মতি জানান। মাহাথির ক্ষমতায় আসার পর থেকেই তাকে সরে দাঁড়াতে বলা হয়েছিল। রাষ্ট্রের উন্নয়ন তহবিল ১এমডিবি বিষয়ে তদন্তের ক্ষেত্রে তথ্য গোপন করায় মাহাথির আপান্দিকে অভিযুক্ত করেন।

আন্তর্জাতিক