জাপানে হত্যার অভিযোগে গ্রেফতার এক

জাপানে হত্যার অভিযোগে গ্রেফতার এক

টোকিও, ১০ জুন, ২০১৮ : জাপানের মধ্যাঞ্চলে হত্যার অভিযোগ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে একটি বুলেট ট্রেনে তার ছুরি হামলায় একজন নিহত ও অপর দুই জন আহত হয়। জাপানে এ ধরনের হামলা ঘটনা খুবই বিরল।
খবর এএফপি’র।
পুলিশ জানায়, সন্দেহভাজন ব্যক্তির নামা ইচিরো কোজিমা। স্থানীয় সময় রাত ১০টার দিকে শিনকানসেন ট্রেনে এ হামলা চালানো হয়। ট্রেনটি টোকিও থেকে ওসাকা যাচ্ছিল।
ঘটনার পরপরই ট্রেনটি ওডাওয়ারা স্টেশনে জরুরি যাত্রাবিরতি করে। পুলিশ কর্মকর্তারা ওই বগিতে উঠে হামলাকারীকে নিজেদের হেফাজতে নিয়ে নেয়।
ট্রেনটিতে ৮৮০ যাত্রী ছিল।
স্থানীয় পুলিশের এক মুখপাত্র বলেন, হামলাকারীর বয়স ২২ বছর। তাকে হত্যা প্রচেষ্টার অভিযোগে গ্রেফতার দেখানো হয়েছে।
লোকটি বেকার ছিল।
ওই মুখপাত্র আরো বলেন, ‘এই ঘটনায় এক পুরুষ যাত্রীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হলে সেখানে তিনি মারা যান।’
পত্রিকায় খবরে বলা হয়, এই হামলায় দুই তরুণী সামান্য আহত হয়েছে। তারা আশঙ্কামুক্ত রয়েছে।
হামলাকারী তদন্ত কর্মকর্তাদের জানায়, হতাশা থেকে সে কাউকে হত্যা করতে চেয়েছিল।
ঘটনার সময় যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আন্তর্জাতিক