২০১৬ সালে জুভেন্টাসে সাত নম্বর জার্সি পান কলম্বিয়ার তারকা খুয়ান কুয়ার্দাদো। তবে আগামী মৌসুমে এই জার্সিতে দেখা যাবে না কুয়ার্দাদোকে। কারন আগামী মৌসুম থেকে জুভেন্টাসের সাত নম্বর জার্সি পড়বেন পর্তুগালের অধিনায়ক ও রিয়াল মাদ্রিদের সাবেক খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনাল্ডো।
জুভেন্টাসের সাত নম্বর জার্সি রোনাল্ডো পাবেন কি-না এই নিয়ে সংশয় ছিলো। কিন্তু জুভেন্টাসের সাথে চুক্তি করার সময় জার্সি নিয়ে শর্ত জুড়ে দিয়েছিলেন রোনাল্ডো। কি ছিলো সেই শর্ত? রোনাল্ডোর এজেন্ট জর্জ মেন্দেস জানান, ‘জুভেন্টাসের সাথে চুক্তির সময় জার্সি নিয়ে শর্ত দিয়েছিলেন রোনাল্ডো। শর্ত ছিলো- সাত নম্বর জার্সি দিতে হবে রোনাল্ডোকে। তার শর্ত শুরুতেই মেনে নেয় জুভেন্টাস ক্লাব কর্তৃপক্ষ।’
তিনি আরও জানান, ‘আট বছর ধরে গড়ে উঠা ‘সিআর সেভেন’ ব্র্যান্ড বদলাতে চাননি রোনাল্ডো। এজন্যই সাত নম্বর জার্সিটি তার প্রয়োজন ছিলো।’
রোনাল্ডোর ইচ্ছার কথা কুয়ার্দাদোকে জানায় জুভেন্টাস কর্তৃপক্ষ। কুয়ার্দাদো কোন ঝামেলা ছাড়াই রাজি হয়ে যান। তিন বছর আগে কুয়ার্দাদো যখন জুভেন্টাসে যোগ দেন তখন ১৬ জার্সি পড়তেন।
২০১৬ সালে জুভেন্টাসে সাত নম্বর জার্সি পান কুয়ার্দাদো। এবার নিজের জার্সির নম্বর দলের সেরা তারকার জন্য ছেড়ে দিলেন কুয়ার্দাদো। তিনি বলেন, ‘এটি ক্লাবের সিদ্বান্ত। আমি যেহেতু এই ক্লাবের হয়ে খেলি, তাই কর্তৃপক্ষ যা বলবে আমাকে তাই মেনে নিতে হবে। এরচেয়ে বড় কথা, রোনাল্ডোর আবদার রাখা। কারন কিছুদিন পর আমরা দল হিসেবেই খেলবো। দলের সাফল্যের জন্য খেলবো।’