সড়ক দুর্ঘটনা নিয়ে চালকদের যা বললেন রুবেল

রুবেল হোসেনের ফেসবুক পোস্টের স্ক্রিনশট।

রাস্তায় গাড়ির চালকদের রেষারেষিতে সড়কে একের পর এক মৃত্যুর মিছিল। তাই চালকদের একটি অনুরোধ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেন

সড়কে একের পর এক মৃত্যুর মিছিল। গতকাল প্রাণ দিয়েছে আরও দুজন। রোববার দুপুরের দিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনের বিমানবন্দর সড়কে বাসচাপায় নিহত হয়েছে দুই শিক্ষার্থী।

চালকদের গতি বাড়ানোর প্রতিযোগিতায় অকালে হারিয়ে গেছে শহীদ রমিজউদ্দীন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম রাজীব (১৭) ও একই কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মিম (১৬)। এ নিয়ে সারা দেশে সমালোচনার ঝড় বইছে। সাধারণ মানুষ উগরে দিচ্ছে তাদের ক্ষোভ। সবারই এক প্রশ্ন, আর কত মানুষের প্রাণ গেলে থামবে এই মৃত্যুর মিছিল?

বাংলাদেশ ক্রিকেট দলের তারকা রুবেল হোসেনও চালকদের এমন অসুস্থ প্রতিযোগিতা নিয়ে মুখ খুলছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন, ‘ড্রাইভার ভাইদের বলছি, আজকে আপনারা ট্রাফিক নিয়ম মেনে না চলায়, নিজেরা নিজেরা রেস করতে গিয়ে জীবন দিতে হচ্ছে কারও বাবা–মার সন্তানকে, কারও আবার বাবা–মাকে। মনে রাখবেন, এই চোখের পানির মূল্য আপনাদের দিতে হবে…এ কান্না শুধু তাদের সহপাঠী, পরিবার, আত্মীয়স্বজনের নয়! এ কান্না আজ সারা দেশের, প্রত্যেক মানুষের…’

দেশকে অনেকবার আনন্দে ভাসার উপলক্ষ এনে দেওয়া রুবেলের কথা কি কানে যাবে চালকদের?

জাতীয়