ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গতকাল বুধবার দেখা দেওয়া যানজট আজ বৃহস্পতিবারও রয়েছে। এই যানজট কুমিল্লার দাউদকান্দি উপজেলার মেঘনা-গোমতী সেতু থেকে হাসানপুর পর্যন্ত তিন কিলোমিটার এলাকায় চলছে।
দাউদকান্দি পৌর সদরে অবস্থিত ড. খন্দকার মোশাররফ হোসেন কলেজের শিক্ষার্থী রবিন মিয়া ও যূথী আক্তার বলেন, কলেজে যাওয়ার পথে তিন কিলোমিটার হেঁটে যেতে হয়েছে।
লাকসাম থেকে ঢাকাগামী তিশা পরিবহনের বাসের চালক রফিকুল ইসলাম ও হিমাচল বাসের চালক আক্তার হোসেন বলেন, তীব্র যানজটে আটকা পড়ে তিন কিলোমিটার পথ পেরোতে তিন ঘণ্টা লাগছে।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, গতকাল ঢাকায় ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া যানজট এখনো চলছে। তবে রাতের চেয়ে ২০ কিলোমিটার যানজট কমে এসেছে।