নেত্রকোনায় যমজ দুই সন্তান নিয়ে বিপাকে মা

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার এক গ্রামে যমজ দুই ছেলেসন্তান নিয়ে বিপাকে পড়েছেন এক মা (২২)। একই সঙ্গে তিনি একজন গৃহবধূ। স্ত্রীর অধিকার ও যমজ সন্তানদের পিতৃপরিচয়ের দাবিতে পাঁচ দিন ধরে ওই গৃহবধূ তাঁর বিয়ের আগের প্রেমিক মজনু মিয়ার (২৬) বাড়িতে অবস্থান করছেন।

এই ঘটনায় শনিবার রাতে ওই নারীর বাবার লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ মজনু মিয়ার মাকে আটক করেছে। ওই গৃহবধূর পরিবার, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ১৫ ফেব্রুয়ারি পাশের গ্রামে বিয়ে হয় ওই নারীর। বিয়ের চার মাস পর বাবার বাড়িতে বেড়াতে গিয়ে আর স্বামীর বাড়ি ফেরেননি তিনি। গত ২১ জুলাই তিনি যমজ দুই ছেলে সন্তানের মা হন। এরপর গত বুধবার থেকে স্ত্রীর অধিকার ও যমজ সন্তানদের পিতৃপরিচয়ের দাবিতে বিয়ের আগের প্রেমিক মজনু মিয়ার বাড়িতে অবস্থান করছেন তিনি। কিন্তু মজনু ও তাঁর পরিবারের লোকজন এই ঘটনা মেনে না নেওয়ায় ওই নারীর বাবা থানায় লিখিত অভিযোগ দেন।

অভিযোগের পরিপ্রেক্ষিতে মজনুর মাকে আটক করে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। অন্যদিকে, পুলিশের উপস্থিতি টের পেয়ে মজনু ও তাঁর পরিবারের লোকজন গা ঢাকা দিয়েছেন। ওই নারীর বর্তমান স্বামী বলেন, ‘আমাদের বিয়ের বয়স মাত্র পাঁচ মাস। কিন্তু এরই মধ্যে সে যমজ দুই সন্তান জন্ম দিয়েছে। আমি ওই দুই সন্তানের পিতা নই।’

ওই নারীর দাবি, বিয়ের আগে মজনু মিয়া তাঁকে প্রেম ও বিয়ের প্রস্তাব দিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। এই দুই যমজ সন্তানের বাবা মজনু। গত বুধবার থেকে তিনি ও তাঁর সন্তানদের অধিকারের দাবিতে মজনুর বাড়িতে অবস্থান করছেন। কিন্তু মজনুর পরিবারের কেউ তাঁকে ও তাঁর সন্তানদের মেনে নিচ্ছে না। উল্টো বাড়ি থেকে তাঁকে মারপিট করে টেনেহিঁচড়ে বের করে দিতে চাইছেন। তবে প্রতিবেশীরা এতে বাধা দিচ্ছেন।
ওই নারীর মা বলেন, ‘তাঁর গর্ভের সন্তানের বিষয়ে জানা ছিল না। শরীর দেখেও আমি তা বুঝতে পারিনি। তাই বিয়ে দেওয়া হয়। এখন বিষয়টি নিয়ে আমরা জিজ্ঞাসা করলে মজনু ওই যমজ সন্তানের পিতা বলে জানায়।’

এ বিষয়ে মজনু মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। তবে তাঁর বোনের দাবি, ‘ওই নারীর গর্ভে যে সন্তানদের জন্ম হয়েছে, তা তাঁর ভাই মজনুর নয়।’

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুর রহমান বলেন, ‘অভিযোগের পরিপ্রেক্ষিতে মজনুর মাকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। অন্যদেরও খোঁজা হচ্ছে। এ ছাড়া ডিএনএ পরীক্ষার মাধ্যমে সমাধান মিলবে।’

জাতীয়