হজের ভিসার জন্য আবেদন না করায়
নিবন্ধন করার পরও এ বছর হজে যেতে পারছেন না ৬০৬ জন। গুরুতর অসুস্থতা, মৃত্যু ও এজেন্সিগুলোর অনাগ্রহের কারণে এই হজযাত্রীরা ভিসার জন্য আবেদন করেননি।
বুধবার রাজধানীর আশকোনার হজ ক্যাম্পে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের শেষ হজ ফ্লাইট উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী মতিউর রহমান এ তথ্য জানান। এবার বিমানের প্রাক হজ ফ্লাইট বুধবার শেষ হয়েছে। সৌদি এয়ারলাইনসের প্রাক হজ ফ্লাইট ১৭ আগস্ট শেষ হবে।
ধর্মমন্ত্রী বলেন, হজ এজেন্সিগুলোর অবহেলা আর অনাগ্রহের কারণে অনেকে যেতে পারলেন না। কিছু এজেন্সির বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। হজের পরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মন্ত্রী।
তবে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) মহাসচিব শাহাদাত হোসেন সাংবাদিকদের বলেন, গত বছর ১ হাজার ৩০০ হজযাত্রীর যাত্রা বাতিল হলেও এবার মাত্র ৬০৬ জন হজে যেতে পারেননি। আর যাঁরা যেতে পারেননি, তাঁরা মূলত স্বেচ্ছায় ভিসা করতে দেননি।