রাজধানীর মহাখালী বাস টার্মিনালে এক চালককে মারধরের প্রতিবাদে ডাকা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন পরিবহন শ্রমিকরা

রাজধানীর মহাখালী বাস টার্মিনালে এক চালককে মারধরের প্রতিবাদে ডাকা ধর্মঘট পুলিশের আশ্বাসে প্রত্যাহার করে নিয়েছেন পরিবহন শ্রমিকরা। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার পর এ টার্মিনাল থেকে দূরপাল্লার বাস ছেড়ে যাওয়া শুরু করেছে।

তবে বাস চলাচল শুরু হলেও সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় সরেজমিনে মহাখালী টার্মিনালে গিয়ে দেখা যায়, রাস্তায় তীব্র যানজট। তিব্বত মোড় থেকে মহাখালী টার্মিনাল পর্যন্ত রাস্তায় গাড়ির দীর্ঘ সারি।

ঢাকা মহানগর পুলিশের উত্তর বিভাগের মহাখালী জোনের সহকারী কমিশনার আশরাফ উল্লাহ বলেন, পরিবহন শ্রমিকদের সঙ্গে কথা হয়েছে। তারা অবরোধ তুলে নিয়েছেন। এখন বাস চলাচল স্বাভাবিক।

এর আগে, মঙ্গলবার ভোর থেকে মহাখালী টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ ছিল। দুর্ভোগে পড়েন ময়মনসিংহ, কিশোরগঞ্জ, জামালপুর ও শেরপুরসহ বিভিন্ন দূরপাল্লার গন্তব্যের যাত্রীরা।

কয়েকটি বাস কাউন্টারের টিকিট বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার রাতে গাড়ির হর্ন বাজানোকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে বাসচালক আক্তারকে মারধর করা হয়। আহত ওই চালককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার প্রতিবাদে বাস চলাচল বন্ধ করা হয়।

Others শীর্ষ সংবাদ