ঐক্যফ্রন্টের মনোনয়ন জমা হবে দলীয়ভাবে, চূড়ান্ত তালিকা আগামীকাল

সাব্বির আহমেদ ও হ্যাপি আক্তার : সময় সল্পতার জন্য জাতীয় ঐক্যফ্রন্টের আসন বণ্টন এখনও চূড়ান্ত হয়নি। দলীয়ভাবে এখনও প্রার্থীদের মনোনয়নের চিঠি দেয়া হচ্ছে। পরে জানানো হবে চূড়ান্ত প্রার্থী। সূত্র : চ্যানেল টেয়েন্টিফোর

মঙ্গলবার সকালে বেইলি রোডে নিজ বাসায় জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক শেষে একথা জানান জোটের শীর্ষনেতা ড. কামাল হোসেন। এদিকে, আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ইভিএম নিয়ে কথা বলার পরেও কমিশনবিরোধী রাজনৈতিক দলগুলোর দাবি রাখেনি, এটা দুঃখজনক। কমিশনের একজনের আত্মীয় নির্বাচন করছে, যা সন্দেহের আভাস করছে নেতারা।

আসন বণ্টন নিয়ে সকাল ১০টার দিকে ড. কামাল হোসেনের বাসায় ঐক্যফ্রন্টের নেতাদের সঙ্গে বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক ঘন্টারও বেশি সময় চলে এই আলোচনা।

বৈঠকে ড. কামাল ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও উপস্থিত ছিলেন গণফোরামের নেতারা। এর আগে সকালে একই জায়গায় গণফোরামের মনোনয়ন চূড়ান্ত করতে বৈঠক করেছে দলটির কেন্দ্রীয় নেতারা।

জাতীয় শীর্ষ সংবাদ