বাণিজ্য যুদ্ধ অবসানে নতুন আলোচনায় চীন-আমেরিকা

বাণিজ্যযুদ্ধ অবসানে আর্জেন্টিনায় জি-২০ সম্মেলনের ফাঁকে বৈঠকের পর নতুন আলোচনা সম্পন্ন করেছেন চীন ও আমেরিকা। খবর রয়টার্সের।

রয়টার্সের খবরে বলা হয়, বাণিজ্যযুদ্ধ অবসানে একপ্রকার সম্মত হওয়ার পর দেশ দুটি আবার এ আলোচনা করে। তবে তা ছিল দুই দেশের নেতাদের ফোনালাপের মাধ্যমে।

চীনের ভাইস প্রিমিয়ার লিউ হি, আমেরিকার ট্রেজারি সেক্রেটারি স্টিভেন নিচেইন এবং বাণিজ্য রিপ্রেজেন্টেটিভ রবার্ট লিথজার ফোনালাপে এ আলোচনায় করেন।

লিথজার বলেন, আগামী ১ মার্চের মধ্যে চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে সমাধান না হলে চীনের ওপর নতুন করে শুল্ক আরোপ করা হবে।

FILE PHOTO: Workers paint the ground at a port in Qingdao, Shandong province, China April 9, 2018. REUTERS/Stringer/File Photo

চীনের বাণিজ্য মন্ত্রী এক বিবৃতিতে বলেন, বাণিজ্য চুক্তি নিয়ে লিউ হি আমেরিকার সঙ্গে কথা বলেছেন।

চীনের পক্ষ থেকেও বলা হয়, সকল কিছু বিবেচনা করে আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি করা হবে কিন্তু তাতে দুই দেশের মধ্যে একটা ন্যায় সম্মত চুক্তি হতে হবে।

আন্তর্জাতিক শীর্ষ সংবাদ