জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম, সম্পাদক ফরিদা ইয়াসমিন

জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন সাইফুল আলম। সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয়েছেন ফরিদা ইয়াসমিন।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণ শেষে রাতে ফলাফল পাওয়া যায়।

জানা যায়, সাইফুল আলম ৬২১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। ফরিদা ইয়াসমিন ৫৬৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এর আগে সাইফুল আলম প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আর ফরিদা ইয়াসমিন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বিজয়ীরা আগামী ২ বছর জাতীয় প্রেসক্লাবের নেতৃত্ব দেবেন।

এ বছর ১ হাজার ২১২টি ভোটের মধ্যে ১ হাজার ৭২টি ভোট কাস্ট হয়েছে। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন মো. শাহ আলমগীর।

বরাবরের মতো এবারও মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম তথা আওয়ামী লীগ ও জাতীয়তাবাদী ফোরাম বিএনপি সমর্থিত দুটি প্যানেলে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন।

জাতীয় শীর্ষ সংবাদ