ক্ষুদেবার্তা পাঠিয়ে নির্বাচন ভবন উড়িয়ে দেয়ার হুমকি

নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মোবাইল ফোনে ক্ষুদেবার্তা পাঠিয়ে নির্বাচন ভবন উড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়েছে। গত কয়েকদিন ধরে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এধরনের হুমকি দেয়া হচ্ছে।

এর আগে বিগত দশম সংসদ নির্বাচনে নির্বাচন কমিশন চত্বর ও নির্বাচন কমিশনারদের বাসায় ককটেল হামলা হয়েছিল। তবে আগামী ৩০ ডিসেম্বর নির্বাচন সামনে রেখে এ ধরনের হুমকি এবারই প্রথম এলো।
নাম, ঠিকানাবিহীন ক্ষুদে বার্তায় বলা হয়েছে- ‘আল্লাহু আকবার। এই কুফরী নির্বাচন বন্ধ কর অথবা মুজাহীদদের হাতে ভয়ংকর পরিণতির জন্য প্রস্তুত থাক। যেকোনো সময় নির্বাচন কমিশন উড়িয়ে দিতে আমরা রেডি। ইনশা আল্লাহ @মুজাহীদিন।’

০১৮৮০৯০৮৭৩০ নম্বর থেকে এ হুমকি পাঠানো হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনেই নির্বাচন কমিশন ও কমিশন সচিবালয়।

এ বিষয়ে ইসি কর্মকর্তারা জানান, হুমকিতে অনেকের মাঝে আতঙ্ক বিরাজ করছে। ফলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে যথাযথ পদক্ষেপ নিতে বলেছে নির্বাচন কমিশন। ইতোমধ্যে নির্বাচন ভবনে তিন স্তরের নিরাপত্তা নিশ্চিতের জন্য সকল বাহিনীকে নির্দেশনা দিয়েছে ইসি।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

জাতীয় শীর্ষ সংবাদ