রাজধানীর কোনও কেন্দ্রই ঝুঁকিপূর্ণ নয়: ডিএমপি কমিশনার

রোবাবর অনুষ্ঠিত হতে যাওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর কোনও ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ নয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে মিন্টোরোডে ডিএমপি সদর দফতরে এক প্রেস ব্রিফিংয়ে একথা জানান তিনি।

ডিএমপি কমিশনার বলেন, প্রতিটি নির্বাচনেই আমরা কিছু কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বলে বিবেচনা করে থাকি। সে অনুযায়ী আমরা সেসব কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা দিয়ে থাকি।

তিনি বলেন, এ বিবেচনা থেকে সমগ্র ঢাকা মহানগরীতে সব বাহিনীর সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে ঢাকা মহানগরীতে কোনও ঝুঁকিপূর্ণ কেন্দ্র নেই।

নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানান আছাদুজ্জামান মিয়া।

তিনি বলেন, কেউ ভোটকেন্দ্রে নির্বাচন কমিশনের আচরণবিধি লঙ্ঘন করলে বা নৈরাজ্য সৃষ্টি করতে চাইলে তাকে কঠোর হস্তে দমন করা হবে।

জাতীয় শীর্ষ সংবাদ