একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ মধ্যরাত থেকে কাল মধ্যরাত পর্যন্ত সারা দেশে প্রায় সব ধরনের ইঞ্জিনচালিত যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন। এছাড়া শুক্রবার মধ্যরাত থেকে সোমবার মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
নির্বাচন কমিশন থেকে বৃহস্পতিবার প্রকাশিত নির্বাচনী তথ্য কণিকা-২৪-এ-তে নির্দেশনা দেয়া হয়। তথ্য কণিকা অনুসারে নিষেধাজ্ঞায় থাকা যানবাহনগুলো হল- বেবিট্যাক্সি, অটোরিকশা, ইজিবাইক, ট্যাক্সিক্যাব, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার, বাস, ট্রাক, টেম্পো ও স্থানীয় পর্যায়ে বিভিন্ন যন্ত্রচালিত যানবাহন।
এতে আরও বলা হয়- লঞ্চ, ইঞ্জিনচালিত সব ধরনের নৌযান ও স্পিডবোট ইত্যাদি চলাচলের ওপরও নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। তবে ভোটারদের চলাচলের জন্য ব্যবহৃত ক্ষুদ্র নৌযান এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।
পরে শুক্রবার পৃথক প্রজ্ঞাপনে নির্বাচন কমিশন জানিয়েছে, জরুরি সেবা (ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ) কাজে নিয়োজিত যানবাহন; ওষুধ, চিকিৎসা ও অনুরূপ কাজে ব্যবহৃত দ্রবাদি (অ্যাম্বুলেন্স) এবং সংবাদপত্র বহনকারী সব ধরনের যানবাহন নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।
নির্দেশনায় আরও বলা হয়, রিটার্নিং কর্মকর্তার অনুমতি এবং গাড়িতে স্টিকার থাকাসাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাদের নির্বাচনী এজেন্ট, পরিচয়পত্র ও স্টিকার থাকলে দেশি ও বিদেশি পর্যবেক্ষক এবং সাংবাদিকদের গাড়ি ও মোটরসাইকেলে নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও বৈধ পরিদর্শক গাড়ি, মোটরসাইকেল ও নৌযান ব্যবহার করতে পারবেন।
চলাচলের অনুমতি রয়েছে কূটনীতিকদের বহনকারী গাড়িরও। তবে কূটনীতিক জোনে বহিরাগত যান প্রবেশের ক্ষেত্রে নির্বাচন কমিশনের অনুমতি লাগবে।
বিদেশগামীরা যাতায়াতে সহায়তা পাবেন : ঢাকা মেট্রোপলিটন কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, ‘ভোটের দিন রোববার বাস বন্ধ থাকলেও ট্রেন, লঞ্চ ও বিমান চলাচল স্বাভাবিক থাকবে। নির্বাচনকালে যানবাহন (সড়কে) চলাচলে বিধিনিষেধ থাকলে বিদেশ যাওয়া-আসার যাত্রীরা যাতায়াত করতে পারবেন। তবে সেক্ষেত্রে পাসপোর্ট, টিকিট ও প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে হবে।’
তিনি বলেন, ‘বাস্তবতার আলোকে প্রয়োজনীয় কাজের জন্য যারা বিদেশ যাবেন তাদের শর্ত শিথিল করে যাতায়াতের ব্যবস্থা করব। গুরুতর অসুস্থ রোগীরাও প্রয়োজনীয় কাগজপত্র দেখিয়ে যাতায়াত করতে পারবেন। এসব বিষয়ে ট্রাফিক পুলিশকে নির্দেশনা দেয়া আছে।’
তিনি আরও বলেন, ‘আমাদের সন্দেহ শুধু একটাই- এ ধরনের বাহন ব্যবহার করে যাতে নির্বাচনে গোলযোগ সৃষ্টি না হয়।’
ঢাকার উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে স্থাপিত ভোট কেন্দ্র পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।