একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের দিন সহিংসতা হলে কাঠোর হবে আইনশৃঙ্খলা বাহিনী: সিইসি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের দিন আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

রাজধানীর আগারগাঁওয়ে শনিবার বেলা সোয় ৩টার দিকে সাংবাদিকদের এক ব্রিফিয়ে একথা জানান তিনি।

সিইসি বলেন, আগামী কালকের (রোববার) নির্বচানের সকলের নিরপত্তা নিশ্চিত করার জন্য মাঠে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সহিংসতা বা নাশকতামূলক পরিবেশ সৃষ্টি হলে তারা তা কঠোর হস্তে দমন করবে।

তিনি বলেন, কোনও বাহিনীর নিষ্ক্রিয়তায় কোথাও কোনও সহিংসতা হলে তদন্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সহিংসতার পরিবেশ পরিহার করার জন্য সবাইকে আহ্বান জানান কে এম নুরুল হুদা।

ভোটারদের কাছে অনুরোধ জানিয়ে তিনি বলেন, আপনাদের কাছে অনুরোধ করি; আপনার ভোট অতি মূল্যবান। কোনও ভয়ভীতির কাছে নতি স্বীকার করবেন না। স্বাধীনভাবে ভোট দেবেন। সকলের চেষ্টাই সুন্দর ও সুষ্ঠু ভোট হবে ইনশাল্লাহ।

জাতীয় শীর্ষ সংবাদ