নতুন মন্ত্রিসভার ২৪ মন্ত্রী, ১৯ প্রতিমন্ত্রী ও তিনজন উপমন্ত্রীর একান্ত সচিব (পিএস) নিয়োগ দেয়া হয়েছে। এরা সবাই প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। ৪৬ জনকে পিএস নিয়োগ দিয়ে গতকাল প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নিয়োগ পাওয়া কর্মকর্তাদের মধ্যে একজন বাদে সবাই উপ-সচিব পদমর্যাদার কর্মকর্তা।
বিসিএস ১৮, ২০, ২১, ২২, ২৪, ২৫ ও ২৭ ব্যাচ অর্থাৎ সাতটি ব্যাচ থেকে এসব কর্মকর্তাকে বাছাই করা হয়েছে। এর মধ্যে ২৪তম ব্যাচ থেকে সর্বোচ্চ সংখ্যক কর্মকর্তাকে পিএস নিয়োগ করা হয়েছে। সংখ্যার দিক দিয়ে এরপরেই রয়েছে ২২তম ও ২০তম ব্যাচ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘দ্য মিনিস্টারস, মিনিস্টার্স অব স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টার রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজেস অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ২০১৬’ অনুযায়ী মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের একান্ত সচিব নিয়োগ দেয়া হলো।