রংপুরের কাউনিয়ার হারাগাছে প্রধানমন্ত্রীর ছবির বিকৃত করায় মনিরুজ্জামান (৪৫) নামের এক প্রকৌশলীকে গ্রেপ্তার করেছে রংপুর র্যাব-১৩। এ সময় তার কাছ থেকে দুইটি মোবাইল সেটসহ আনুষঙ্গিক জিনিসপত্র জব্দ করা হয়েছে।
র্যাবের গণমাধ্যম শাখা জানায়, আটক মনিরুজ্জামান রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভা এলাকার বালারঘাট মাস্টার গ্রামের মৃত আব্দুর রশিদের পুত্র। তিনি নারায়ণগঞ্জের স্টার পারটেক্স কোম্পানির মেকানিকেল প্রকৌশলী।রবিবার বিকেলে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে সোমবার আরপিএমপি হারাগাছ থানায় নিয়ে যাওয়া হয়েছে।
রংপুর ইউনিটের সাব ইন্সপেক্টর মোছা: পারভিন বেগম বাদি হয়ে ডিজিটাল আইন ২০১৮ এর ২৫, ২৭, ২৯ ও ৩১ ধারায় আটক মনিরুজ্জামানের বিরুদ্ধে হারাগাছ থানায় এজাহার দায়ের করেছেন।
আরো পড়ুন: বগুড়ায় বিএনপি-জামায়াতের ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
হারাগাছ থানার এসআই ও তদন্তকারী অফিসার নুর আলম বলেন, ‘প্রকৌশলী মনিরুজ্জামান সামাজিক যোগাযোগ মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবির ব্যঙ্গাত্মক ছবি আপলোড ও শেয়ারসহ উস্কানিমূলক মিথ্যা তথ্য প্রচার করেন। প্রকৌশলী মনিরুজ্জামানকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার রংপুর আদালতে পাঠানো হয়েছে।