ফাইল ছবি
আজ রাজধানী ঢাকাসহ দেশের মধ্যাঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্র বৃষ্টি বা শিলাবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজ মঙ্গলবার আবহাওয়ার সর্বশেষ বুলেটিনে বলা হয়েছে, সকাল ৯টা থেকে পরবর্তী ৬ থেকে ৮ ঘণ্টায় টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর ও কুমিল্লা অঞ্চলগুলোর উপর দিয়ে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে।
আগামীকাল বুধবার (১০ এপ্রিল) থেকে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলেও মাঝে মধ্যেই বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার অবস্থায় বলা হয়, এ সময়ে বৃষ্টি কমে গিয়ে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।