মাগুরা প্রতিনিধি ;
মাগুরার শালিখা উপজেলার বৈখোলা গ্রামে পিকনিকের অনুষ্ঠানে উচ্চশব্দে গান বাজানোকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আবু নাসের (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন। নববর্ষ উপলক্ষে আয়োজিত পিকনিকে উত্তেজনার জেরে মঙ্গলবার এ সংঘর্ষ ঘটে। সংঘর্ষে আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে মাগুরা শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, সোমবার রাতে বৈখোলা গ্রামে নববর্ষ উপলক্ষে পিকনিকের আয়োজন করে একদল যুবক। সেখানে উচ্চশব্দে গান বাজানো নিয়ে রাজু আহম্মদ নামে এক যুবকের সাথে বিরোধ হয় আলীবর্দী মন্ডল, আলী হোসেনসহ আরও অনেকের। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে আজ মঙ্গলবার সকালে রাজু আহম্মদ ও আলীবর্দী সমর্থিত দু’গ্রুপে সংঘর্ষ হয়। এ সময় আবু নাসের (৪৫) নামে এক যুবকসহ ১৬ জন জখম হন। তাদের মধ্যে গুরুত্বর জখম আবু নাসেরকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু অবস্থার আরও অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে দুপুর আড়াইটার দিকে আবু নাসের মারা যান।
আহত ১৫ জনের মধ্যে শুকুর আলী (২৭), ইকবাল (২৫), হামিদ (৪৭), আবু তালেব (৫০), ইকলাস (৪৫), বাবর (৪০), হেকমত (৩২), খায়রুল (৩২), একরাম (২৬), আলী হোসেন (৩০) কে মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, এলাকায় পরবর্তী সহিংসতা এড়াতে পুলিশ প্রহরা জোরদার করা হয়েছে।