লিভারপুলের আক্রমণের ত্রিফলা গোল পেয়েছেন। গোল করেছেন প্রিমিয়ার লিগের সেরা ডিফেন্ডারের তকমা পাওয়া ভ্যান ডাইক। তাতে পোর্তর মাঠে গিয়ে ৪-১ গোলের দুর্দান্ত জয় পেয়েছে লিভারপুল। অল রেডসরা আয়াক্সের মতো পোর্তকে চমক দেওয়ার সুযোগ দেয়নি। দুর্দান্ত জয়ে দুই লেগ মিলিয়ে ৬-১ গোলে জিতেছে জার্গেন ক্লপের দল। এবার সেমিফাইনালে বার্সার মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুতির অপেক্ষা তাদের।
ম্যাচের ২৬ মিনিটের মাথায় প্রথম গোল করেন লিভারপুলের হয়ে দুর্দান্ত ফর্মে থাকা সাদিও মানে। সেনেগাল তারকার গোলে লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে লিভারপুল। ম্যাচের ৬৫ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুন করে সেমিতে লিভারপুলের নাম উঠিয়ে ফেলেন ফর্মে ফেরা মোহামেদ সালাহ।
জয়ের আনন্দ সালাহদের। ছবি: দ্য গার্ডিয়ান
তার গোলের পরই এক গোল শোধ দেয় পোর্ত। পর্তুগালের ক্লাবের হয়ে গোলটি করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার এদের মিলেতো। রিয়াল মাদ্রিদে নাম লেখানো এই তারকার গোলের আনন্দ অবশ্য তাৎক্ষনিক শেষ করে দেন তার জাতীয় দলের সতীর্থ রর্বাতো ফিরমিনো। মিলেতোর ৬৮ মিনিটের গোলের পর ৭৭ মিনিটে গোল করেন ফিরমিো। আর ভার্জিল ভ্যান ডাইক ম্যাচের ৮৪ মিনিটে গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন।
লিভারপুল গ্রুপ পর্ব থেকে সেমি পর্যন্ত শক্ত প্রতিপক্ষের বিপক্ষে খেলে এসেছে। গ্রুপ পর্বে পিএসজি-নাপোলির বিপক্ষে লড়ে শেষ ষোলোয় ওঠে ক্লপের দল। এরপর বায়ার্ন মিউনিখকে হারিয়ে শেষ আটের আসে লিভারপুল। এবার পোর্তকে উড়িয়ে সালাহ, মানে এবং ফিরমিনোরা জানান দিলেন সেমিতে বার্সার জন্য প্রস্তুত তারা।