নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটি এলাকায় ২টি কোল্ড স্টোরেজে (হিমাগার) অভিযান চালিয়ে প্রায় ৪১০ টন মেয়াদোর্ত্তীর্ণ নষ্ট খেজুর জব্দ করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান-১১’র একটি টিম। এসময় একটি কোল্ড স্টোরেজকে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়।
সোমবার দুপুরে র্যাব ১১ এর ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে। এতে উপস্থিত ছিলেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার, র্যাব ১১ এর সিনিয়র এএসপি আলেপউদ্দিন, সিনিয়র এএসপি জসিমউদ্দিন প্রমুখ।
আসন্ন রমজান মাসকে কেন্দ্র করে এসব খেজুর বাজারে সরবরাহ করার জন্যই মজুদ করা হয়েছিল বলে জানায় র্যাব। এসময় অপর একটি কোল্ড স্টোরেজ থেকে কয়েক কার্টুন আপেল ও মালটা জব্দ করা হয়, যা মেয়াদোত্তীর্ণ ছিল।
র্যাব ১১ এর সিনিয়র এএসপি আলেপ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুটি কোল্ড স্টোরেজে অভিযান চালিয়ে প্রায় ৪১০ টন মেয়াদোত্তীর্ণ নষ্ট খেজুর জব্দ করা হয়েছে। এসময় একটি কোল্ড স্টোরেজকে ৫০ লাখ অর্থদণ্ড করা হয়।