মাশরাফিকে নিয়ে যে তেরটি প্রশ্ন করেছেন আব্দুন নূর তুষার তার উত্তর সামাজিক যোগাযোগ ফেসবুকের মাধ্যমে দিয়েছেন জনস্বার্থ রক্ষা জাতীয় কমিটির আহবায়ক আমিনুল ইসলাম বুলু। বিভিন্ন ফেসবুক গুরুপে তা গতকাল ভাইরাল হয়েছে।
এর জন্য বুলু প্রশংসিত হচ্ছেন সর্বমহলে। এ নিয়ে ফেসবুকে বইছে প্রশংসার ঝড়। যে যার মতো করে তাকে প্রশংসায় ভাসাচ্ছেন সবাই। তিনি ফেসবুক গুরুপে যা লিখেছেন তা নিম্নে তুলে ধরা হলো।
জনাব তুষার সাহেব সরকারি হাসপাতালে চিকিৎসার বিভিন্ন উপকরণের স্বপ্লতার কথা বলে আপনি কিছু প্রশ্ন করেছেন । এবার আমি আপনাকে কিছু প্রশ্ন করি
১। ১৫ জন ডাক্তারের মধ্যে ১৩ জনই অনুপস্থিত কেন ?
২। আপনারা সময়মত আপনাদের কর্মস্থলে উপস্থিত হন না কেন ?
৩। সরকারি ডিউটির সময়ে বাহিরে রোগী দেখেন কেন ?
৪। রোগীর টেস্ট এর বিল থেকে দালালী নেন কেন ?
৫।ঔষধ কোম্পানির কাছ থেকে ঘুষ নিয়ে নিম্নমানের ঔষধ লেখেন কেন ?
৬। প্রয়োজনের অতিরিক্ত ঔষধ লেখেন কেন ?
৭। অপ্রয়োজনীয় সিজার করেন কেন ?
৮।সিন্ডিকেট করে চিকিৎসা দেন কেন ?
৯।রোগীর আর্থিক অবস্থা নির্ভর চিকিৎসা দেন কেন ?
১০। একই রোগের সরকারি হাসপাতালে নিম্মমানের চিকিৎসা ও প্রাইভেটে উন্নত চিকিৎসা দেন কেন ?
১১।আপনাদের লেখাঔষধের স্লিপগুলো আপনাদের সিলেক্টটেড ফার্মেসী ছাড়া বোঝে না কেন ?
১২। সরকারি হাসপাতালের যন্ত্রপাতির অপ্রতুলতা নিয়ে এই পর্যন্ত কোন আন্দোলন বা বিবৃতি প্রদান করেন নি কেন?
১৩। হাসপাতালে ডিউটির সময়ে ছুটির কোন দরখাস্ত না করেই হাসপাতালে না আসাটা কি কোন অন্যায় নয় ? আপনার ১৩ টি প্রশ্নের জবাব দিলাম । লজ্জা আপনাদের নেই । কিন্তু আমাদের আছে । আপনাদের থেকে জনগণ মুখ ফিরিয়ে নিবে তখন