শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে রূপ নিয়েছে ঘূর্ণিঝড় ‘ফণী’। শনিবার দুপুর ২টায় রিপোর্ট লেখার সময় ঘূর্ণিঝড়টি জামালপুরের সরিষাবাড়ি-বাহাদুরাবাদ হয়ে সীমান্তের দিকে অগ্রসর হচ্ছিল।
এর আগে ঘূর্ণিঝড়টি ভোর ৬টার দিকে পশ্চিমবঙ্গে হয়ে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল উপকূল এলাকায় আঘাত হানে।
সেখান থেকে দুপুরে উত্তরবঙ্গের নাটোর-সিরাজগঞ্জ হয়ে জামালপুর দিকে ধাবিত হয়।
উল্লেখ্য, বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘ফণী’ শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে ভারতের উড়িষ্যা রাজ্যে আঘাত হানে। সেখানে পুরী, গোপালপুর উপকূল এলাকায় ব্যাপক তাণ্ডব চালায় এটি। এতে নিহত হয় কমপক্ষে ৮ জন। পরে পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর ‘ফণী’