ফণীর প্রভাবে ঢাকায় ভারি বৃষ্টি হবে

ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে রাজধানীসহ সারাদেশে মাঝারি বৃষ্টি হচ্ছে। শুক্রবার ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকলেও শনিবার সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এবং থেমে থেমে বৃষ্টি হচ্ছে। দুপুরের পর থেকে ভারি বৃষ্টি হবে। শনিবার সকালে আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানায়

এদিকে ঘূর্ণিঝড় ফণী ভারতের ওড়িশা ও পশ্চিমবঙ্গে আঘাত হেনে বাংলাদেশে প্রবেশ করেছে। শনিবার সকাল ৯টায় খুলনা, যশোর ও সাতক্ষীরা অঞ্চল হয়ে উত্তর-উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। ফণীর কেন্দ্রীয় অংশ ঢাকা ফরিদপুর অঞ্চলে অবস্থান করছে। ঘূর্ণীঝড়ের কেন্দ্রের মধ্যে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬২ থেকে ৮৮ কিলোমিটার বৃদ্ধি পাচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে। দিনে ও রাতে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা কমবে। শুক্রবার সকাল ছয়টা থেকে শনিবার সকাল ছয়টা পর্যন্ত ঢাকায় বৃষ্টি হয়েছে ৬০ মিলিমিটার।

Others জাতীয় শীর্ষ সংবাদ সারাদেশ