রানওয়ে থেকে ছিটকে নদীতে পড়ে গেছে একটি বোয়িং প্লেন। কিউবার গুয়ান্তানামো বে-তে অবতরণের সময় এ ঘটনা ঘটেছে। মিয়ামির এয়ার বিমান সংস্থা বোয়িং ৭৩৭ প্লেনটি পরিচালনা করে।
জানা গেছে, প্লেনটিতে ১৩৬ জন যাত্রী ছিলেন। তারা সবাই নিরাপদে রয়েছেন। স্থানীয় সময় ৯.৪০ মিনিটে গুয়ান্তানামো বে-র মার্কিন নৌসেনা বিমানঘাঁটিতে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে প্লেনটি।
প্লেনটির যাত্রীদের উদ্ধার করা হয়েছে। ১৩৬ জন যাত্রীর সকলেই মার্কিন সরকারি কর্মচারী।
এদিকে, স্থানীয় জ্যাকসনভিলে শেরিফের দপ্তর প্লেনটির ছবি প্রকাশ করেছে। এতে দেখা যাচ্ছে, বিমানে চাকাগুলি সম্পূর্ণ পানির তলায়। তবে দরজা পর্যন্ত পৌঁছাতে পারেনি পানি।