বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন। বিজিবির দাবি, তিনি মাদক ব্যবসায়ী ছিলেন।
রোববার দিনগত রাত ১টার দিকে জেলার সদর উপজেলার গোলাবাড়ি সীমান্ত এলাকার শাহাপুরে এ ঘটনা ঘটে।
নিহত মাদক ব্যবসায়ী সেলিম (৪৫) সদর উপজেলার কোতয়ালী থানাধীন শাহাপুর দরগাহ এলাকার বাসিন্দা ছিলেন।
বিজিবি-১০ এর অধিনায়ক লে. কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন জানান, রোববার রাতে শাহাপুর দরগাহ মাদ্রাসার দক্ষিণে একটি নির্জন বাগানে অবস্থান নেয় টহলরত বিজিবি। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারীরা গুলি ছোড়ে। এসময় বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এতে এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হন।
তিনি জানান, তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়।