রাজধানীর মোহাম্মদপুরে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজধানীর মোহাম্মদপুরে এক অভিযান চালিয়ে শতাধিক দোকান ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বেলা সাড়ে ১১টায় শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত মোহাম্মদপুরের বাবর রোডে এ উচ্ছেদ অভিযান চলে।
ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান এ অভিযানের নেতৃত্ব দেন। অভিযানে বাবর রোড সড়কের দুই পাশের শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।

এছাড়া ভোক্তা অধিকার আইনে কৃষ্ণচূড়া ও মোহাম্মদিয়া রেস্তোরাঁকে ১ লাখ, সিটি করপোরেশন আইনে ১০ হাজার ও তামাক আইনে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

ডিএনসিসি’র অঞ্চল-৫ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান গণমাধ্যমকে জানান, নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় আজ মোহাম্মদপুরের বাবর রোডে শতাধিক দোকান উচ্ছেদ করে সড়কটি দখলমুক্ত করা হয়।

Others শীর্ষ সংবাদ