নিজস্ব প্রতিবেদক ;সাংবাদিকতা ও পুলিশের চাকরি-দুটিই ঝুঁকিপূর্ণ পেশা। ঝুঁকি মাথায় নিয়ে এই পেশার মানুষেরা কাজ করেন। সাংবাদিকরা দায়িত্ব পালন করতে গিয়ে শরীরের প্রয়োজনীয় যতœ নিতে পারেন না। সঠিক সময়ে খেতেও পারেন না। এতে তারা বিভিন্ন বয়সে নানা অসুখে ভোগেন। গ্রুপ বীমা করা হলে তারা চিকিৎসায় আর্থিক সহায়তা পেতে পারেন। গতকাল জাতীয় প্রেস ক্লাবে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) গ্রুপ জীবন বীমার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। ক্র্যাব সভাপতি আবুল খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক দীপু সারোয়ার। বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন ও সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সহ-ব্যবস্থাপনা পরিচালক শাহাদাত হোসেন সোহাগ। উপস্থিত ছিলেন ক্র্যাবের সাবেক সভাপতি মধুসূদন ম ল, খায়রুজ্জামান কামাল, গাফফার মাহমুদ, মিজান মালিক, কামরুজ্জামান খান প্রমুখ।