টঙ্গী প্রতিনিধি;
গাজীপুরের টঙ্গী আরিচপুর গরুহাটা রোডে বস্তাপট্টিতে সোমবার সকালে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস টঙ্গী ও উত্তরার ৫ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ৮টি বস্তার গোডাউনের মালামাল ভস্মীভূত হয়েছে। ঘটনার সময় মালামাল সরাতে গিয়ে ২ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
ব্যবসায়ী ইব্রাহিম জানান, সকাল ৮টার দিকে গোডাউনে সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে মহুর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা অন্যান্য গোডাইনে ছড়িয়ে পড়ে। এতে গোডাউনের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে টঙ্গী ও উত্তরার ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে ফায়ার স্টেশন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করা হয়।