হাজারো ইতিহাসের সাক্ষী রাজধানীর কাকরাইলে অবস্থিত রাজমনি সিনেমা হল। এবার সেই হলটি ভেঙে ফেলা হচ্ছে।
এরই মধ্যে রোববার (১৩ অক্টোবর) সিনেমা হল থেকে মেশিন, সার্ভার খুলে ফেলা হয়েছে।
জানা গেছে, আগামী সপ্তাহে ভেঙে ফেলার কাজ শুরু হবে সিনেমা হলটির। সিনেমা হলের মালিক মুক্তিযোদ্ধা আহসানউল্লাহ মনির ভাতিজা মোহাম্মাদ শহীদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দেশের সিনেমার অবস্থা খুব খারাপ সেজন্য হলটি আর চালানো সম্ভব হচ্ছে না। খুব দ্রুত হলটি ভেঙ্গে ফেলে কর্পোরেট ভবন নির্মাণ করা হবে।
এদিকে গুঞ্জন উঠেছে, রাজমনি সিনেমা হল ভেঙ্গে সেখানে সিনেপ্লেক্স নির্মাণ করা হবে। কিন্তু সেই খবরটি আসলেই সত্যি নয়। সেখানে কর্পোরেট ভবন নির্মাণ করা হবে।
এর আগে, ১৯৮৩ সালে রাজমনি সিনেমা হল নির্মাণ করা হয়।