হাতের স্পর্শেই জ্বলছে বৈদ্যুতিক বাল্ব, ‘অদ্ভুত’ ক্ষমতা ভাই-বোনের!
শুধু হাত দিয়ে ছুঁয়ে দিলেই জ্বলে উঠছে বৈদ্যুতিক বাল্ব। অদ্ভূত এই কান্ড ঘটাচ্ছে ভারতের তেলেঙ্গনার আদিলাবাদের দুই ভাইবোন। আদিলাবাদ জেলার ভেলা মন্ডলের সিরসানা গ্রামের দুই ভাইবোন সমীর এবং সানিয়া। শুধু তারা হাত দিয়ে ছুঁলেই জ্বলে…