ইরাকে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৮০ মার্কিন সেনা, দাবি ইরানের

ইরাকের দুটি মার্কিন ঘাঁটিতে হামলার ঘটনায় ৮০ মার্কিন সেনা নিহত হয়েছেন । মঙ্গলবার দিবাগত রাতে চালানো এই হামলায় আহত হয়েছেন ২০০ জন। ইরানের সামরিক সূতের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে পার্সটুডে।

পার্সটুডে’র প্রতিবেদনে বলা হয়, ইরানের হামলায় ইরবিল ও আল-আসাদ মার্কিন ঘাঁটিতে রাখা জঙ্গিবিমান, ড্রোন ও হেলিকপ্টারসহ সামরিক সরঞ্জামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

হামলার বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ বলেছেন, জাতিসংঘ সনদ অনুযায়ী জেনারেল সোলাইমানিকে হত্যার প্রতিশোধ নেয়া হয়েছে। আল আসাদ ঘাঁটি থেকেই ড্রোন উড়িয়ে জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করা হয়েছে।

প্রসঙ্গত, মঙ্গলবার দিবাগত রাতে ইরাকে দুই মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে কমান্ডার কাসেম সোলাইমানীর হামলার প্রতিশোধ নিতেই এই হামলা চালানো হয়েছে।

আন্তর্জাতিক শীর্ষ সংবাদ