নতুন ভাইরাসে চতুর্থ ব্যক্তির মৃত্যু : চীন

চীনে ছড়িয়ে পড়া নতুন ভাইরাসে আক্রান্ত হয়ে ৮৯ বছর বয়সী আরেক ব্যক্তির মৃত্যু হয়েছে। এনিয়ে নতুন এ ভাইরাসে চারজনের মৃত্যু হলো। মঙ্গলবার কর্তৃপক্ষ একথা জানায়। খবর এএফপি’র।
স্থানীয় স্বাস্থ্য কমিশনের এক বিবৃতিতে বলা হয়, নতুন ভাইরাস সবচেয়ে বেশি ছড়িয়ে পড়া নগরী উহানে রোববার এ ব্যক্তির মৃত্যু হয়। তিনি শ্বাস-প্রশ্বাসের জটিলতায় ভুগছিলেন। নগরীটিতে দুই শতাধিক মানুষ নতুন এ ভাইরাসে আক্রান্ত হয়েছে।

আন্তর্জাতিক শীর্ষ সংবাদ