করোনাভাইরাসের হুমকির মুখে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে গত ২১ জানুয়ারি থেকে শেষ খবর পাওয়া পর্যন্ত ১৬ দিনে মোট ৭১৪৬ যাত্রী এসেছেন। তবে তাদের মধ্যে ৪৩ জন যাত্রীর নমুনা পরীক্ষা করা হলেও কারো করোনাভাইরাস পাওয়া যায়নি।
গত ১৬ দিনে চীনফেরত যাত্রীদের মধ্যে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) ল্যাবরেটরিতে ওই ৪৩ জন চীনফেরত যাত্রীর নমুনা পরীক্ষা করা হয়।
এদিকে চীনসহ বিশ্বের বিভিন্ন দেশের যাত্রীদের প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষায় অতিরিক্ত আরও ১০ চিকিৎসককে পদায়ন দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এ নিয়ে বিমানবন্দরে পদায়নকৃত চিকিৎসকের সংখ্যা দাঁড়াল ১৯ জনে। ফলে এখন থেকে প্রতি বেলায় কমপক্ষে তিন জন করে চিকিৎসক সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। কোনো যাত্রীর গায়ে জ্বর ও শরীর খারাপ শুনলেই চিকিৎসকরা তাকে প্রয়োজনীয় পরীক্ষার ব্যবস্থা করবেন ও চিকিৎসা দেবেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। এর আগে প্রতিদিন ১০ থেকে ১১টি ফ্লাইটে কমপক্ষে ১৬০/১৭০ জন করে যাত্রী আসায় চিকিৎসকদের পক্ষে সব যাত্রীর শারীরিক পরীক্ষা করা সম্ভব হয়ে উঠেনি।
বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।