ঢাকা, ৯ ফেব্রুয়ারি, সদ্যসমাপ্ত সিটি করপোরেশন নির্বাচনে জেতানোর কথা বলে ঢাকা উত্তরের তিন কাউন্সিলর প্রার্থীর কাছ থেকে প্রতারণার মাধ্যমে ১৭ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
তারা হচ্ছে- সাইদুল ইসলাম বিপ্লব (৩০) ও পলাশ ইসলাম (২৮)। পুলিশ শনিবার রাতে রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে তাদের গ্রেফতার করে।
তেজগাঁও বিভাগের উপ-কমিশনার বিপ্লব বিজয় তালুকদার বাসসকে এ তথ্য জানান।
তিনি বলেন,ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩০নম্বর ওয়ার্ডের পরাজিত প্রার্থী ইয়াসিন মোল্লার কাছে পাঁচ লাখ ও জয়ী প্রার্থী আবুল কাশেমের কাছে সাত লাখ এবং পাশের ৩১নম্বর ওয়ার্ডের পরাজিত প্রার্থী ডেইজী সারওয়ারের কাছ থেকে ৫ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পেয়েছি।
তিনি বলেন, পুলিশের মোবাইল নম্বর স্পুফিং করে যোগাযোগ করে পরে নিজেই ম্যাজিস্ট্রেট সেজে ভোটে জেতানোর কথা বলে সাইদুল ইসলাম বিপ্লব এই প্রতারণা করে। অন্যজন তাকে সহযোগিতা করেছে। এ ঘটনায় নগরীর আদাবর ও মোহাম্মদপুর থানায় তিনটি মামলা হয়েছে।
ডিসি বিপ্লব বিজয় তালুকদার বলেন, তাদের কাছ থেকে বিকাশ অ্যাকাউন্ট সক্রিয় ২৯টি মোবাইল সিম, চারটি মোবাইল ফোন, নগদ ৪০ হাজার টাকা, ১২০০ ডলার ও একটি পাসপোর্ট পাওয়া গেছে।
এই প্রতারকচক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে মানুষের সাথে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।