একধাক্কায় ২০ গুণ বংশবৃদ্ধি করে পঙ্গপাল, চালায় ধ্বংসলীলা!

সেই পঙ্গপালের ঝাঁকই নাকি এমন বংশবৃদ্ধি করে যে আগের থেকে তা হয়ে যায় ২০ গু‌ণ ঘাতক। কারণ, সংখ্যায় বাড়ে একবারে ২০ গুণ। তাতেই ভয় বেশি। কারণ, আগের থেকে এত বেশি সংখ্যায় পঙ্গপাল এলে তার সঙ্গে লড়াই করার রাস্তা কী হবে, সেটাই এখন প্রশ্নের।

কেনিয়া এমন অবস্থা এর আগে দেখেনি। শেষ ৭০ বছরে এমন পঙ্গপালের হামলা তাদের নজরে পড়েনি। এতদিন ধরে যে পঙ্গপাল দল ধ্বংসলীলা চালিয়েছে, তারা তো ছিলই। এখন এসেছে, তাঁদের বংশধরেরা। পাখনা গজিয়েছে। এখন শুধু ওড়ার ওপেক্ষা।

আর এবারে গতবারের থেকে পঙ্গপালের সংখ্যা বৃদ্ধি পাবে ২০ গুণ। ফলে একটি পঙ্গপালের ঝাঁক হবে প্রায় ২০০ কিলোমিটার বিস্তৃত। করোনা, মহামারীর মধ্যে কী করে এই পঙ্গপালের বিরুদ্ধে লড়বে সরকার, সেটাই বোঝা মুশকিল।
আনা হয়েছে হেলিকপ্টার। যেখান থেকে কীটনাশক ছড়ানোর পরিকল্পনা করেছে সরকার। কিন্তু এই পঙ্গপালই যদি আগের রাস্তায় আসে, তাহলে কেনিয়াতে জন্মে তাঁরা আবার ফিরে যাবে সেই দেশে। সেখানে গিয়েই ডিম পাড়বে, বংশবৃদ্ধি করবে। বছরের পর বছর এমন ধাক্কা সামলাবে কী করে সে দেশ?‌

সূত্র : নিউজ এইটটিন।

আন্তর্জাতিক শীর্ষ সংবাদ