ক্লিনিক্যাল ট্রায়াল শেষে করোনা ভ্যাকসিনের কার্যকারিতার ঘোষণা রুশ বিশ্ববিদ্যালয়ের

রাশিয়ার সেশনভ ইউনিভার্সিটিতে স্বেচ্ছাসেবকদের ওপর করোনা ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শেষ হয়েছে এবং গবেষণার ফলাফলে এর কার্যকারিতাও প্রমাণিত হয়েছে।
প্রধান গবেষক এলেনা স্মলারচুক বার্তা সংস্থা তাসকে রোববার এ কথা বলেন।
এলেনা সেশনভ ইউনিভার্সিটির সেন্টার ফর ক্লিনিক্যাল রিসার্চ অন মেডিকেশনস এর প্রধান।
তিনি আরো বলেন, গবেষণা শেষ হয়েছে। ভ্যাকসিনটি নিরাপদ তাও প্রমাণিত হয়েছে। স্বেচ্ছাসেবকদের ১৫ জুলাই এবং ২০ জুলাই ছেড়ে দেয়া হবে। ছেড়ে দেয়ার পরও তারা চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকবেন।
সেশনভ ইউনিভার্সিটিতে ভ্যাকসিনটির প্রথম দফার গবেষণা গত ১৮ জুন শুরু হয়। তখন ১৮ জন স্বেচ্ছাসেবককে ভ্যাকসিনটি দেয়া হয়।
দ্বিতীয় দফায় ২৩ জুন ২০জন স্বেচ্ছাসেবকের শরীরে এটি প্রয়োগ করা হয়।

আন্তর্জাতিক শীর্ষ সংবাদ