বাংলাদেশসহ ১৩টি দেশ থেকে সরাসরি বা ট্রানজিট উড়োজাহাজে ইতালিতে প্রবেশে নিষেধাজ্ঞা বহাল থাকবে ৩১ জুলাই পর্যন্ত। এর পাশাপাশি ইতালিতে করোনাভাইরাস মোকাবিলায় জরুরি অবস্থার মেয়াদ ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হচ্ছে।
এ সংক্রান্ত একটি অধ্যাদেশ ইতোমধ্যে জারি করা হয়েছে, যা মঙ্গলবার অনুমোদন হতে পারে। ইতালির সংবাদ মাধ্যম সূত্রে এ তথ্য জানা গেছে।
জারি করা অধ্যাদেশে উল্লেখ করা হয়েছে, আগামী ৩১ জুলাই পর্যন্ত ইতালিতে নাইট ক্লাব, ডিস্কো, বিভিন্ন কংগ্রেস আয়োজন বন্ধ থাকবে।
এর আগে গত বৃহস্পতিবার ১৩ দেশ থেকে ইতালিতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তবে জারিকৃত অধ্যাদেশে সুনির্দিষ্ট সময় উল্লেখ ছিল না।