উড়ালসড়কে ছিনতাই করে ‘কিশোর গ্যাং’

প্রথম আলো
বাংলাদেশ

বাংলাদেশঅপরাধ
উড়ালসড়কে ছিনতাই করে ‘কিশোর গ্যাং’
গাজী ফিরোজ, চট্টগ্রাম
০৭ আগস্ট ২০২০, ১১:৩৩
আপডেট: ০৭ আগস্ট ২০২০, ১১:৩৭
প্রিন্ট সংস্করণ

উড়ালসড়কে ছিনতাই করে ‘কিশোর গ্যাং’
দুজনেরই বয়স ১০ বছর। মা–বাবা নেই। বাড়ি কোথায়, তা–ও জানে না। ৭ বছর বয়সে ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে ট্রেনে চেপে চট্টগ্রামে আসে। তিন বছর ধরে চট্টগ্রাম রেলস্টেশন ও উড়ালসড়কই তাদের ঠিকানা। শুরুতে প্লাস্টিকের বোতল কুড়িয়ে বিক্রি করত। সেই টাকায় নেশা। পরে বন্ধুদের পাল্লায় পড়ে নেশার টাকা জোগাড়ে জড়িয়ে পড়ে ছিনতাইয়ে। ছয় মাস ধরে উড়ালসড়কে ছিনতাই করে আসছে তারা।

এই দুজনের মতোই চট্টগ্রামের উড়ালসড়কে ছিনতাইয়ে জড়িয়ে পড়েছে একটি ‘কিশোর গ্যাং’। গত ২৮ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত আট দিনে নগরের উড়ালসড়কের আশপাশে অভিযান চালিয়ে এই চক্রের ৪৪ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-পুলিশ, যাদের বেশির ভাগই শিশু-কিশোর। তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত ছুরি, রড ও সুতা পাওয়া গেছে।পুলিশের উপস্থিতিতে গ্রেপ্তার কয়েকজন কিশোরের সঙ্গে কথা বলে জানা গেছে, পাঁচ থেকে ছয়জনের দলে ভাগ হয়ে তারা ছিনতাই করে। মূলত নেশার টাকা জোগাড়ের জন্যই তাদের ছিনতাইয়ে নামা। তারা ‘ড্যান্ডি’ সেবন করে। একটি ছেলে জানাল, কৌতূহলবশত নিতে গিয়ে এখন আর ছাড়তে পারছে না।

জাতীয় শীর্ষ সংবাদ