ইদ’


সাদমান সজীব

ঐ যে দেখো আকাশ পানে
মেঘের যত ভেলা,
একটু পরেই উঠবে যে চাঁদ
খেলবে ইদের খেলা।

ইদ এসেছে ইদ এসেছে
সালামি আমার কই?
নিত্য নতুন পোষাক পরে
বাহানা ধরে রই।

ইদ এসেছে ইদ এসেছে
তাক ধিনা ধিন ধিনা!
সেমাই খাবো মিষ্টি খাবো
মনে বাজে বীণা।

ধনী-গরীব সবাই মিলে
গাইবো গান মন খুলে,
দূরত্ব যত দূর করে
হবো এক সব ভুলে।

ধর্ম-বর্ণ নির্বিশেষে
করবো সবাই ইদ,
মানবতার জয় হবে
শক্ত হবে ভিত।

Others শীর্ষ সংবাদ