- করোনাভাইরাস সংক্রমিতের সংখ্যা হিসাবে বিশ্বতালিকায় ১৫ নম্বরে থাকলেও নতুন করে আক্রান্ত রোগীর সংখ্যা বিচারে বাংলাদেশের নাম দশ নম্বরে উঠে এসেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশের ওপরে রয়েছে ভারত, আমেরিকা, ব্রাজিল, রাশিয়া, পেরু, মেক্সিকো, কলোম্বিয়া, আর্জেন্টিনা ও ফিলিপাইন। অথচ মাত্র দুদিন আগেও এ তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ১৩ নম্বরে।
করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের দেওয়া আপডেট তথ্য অনুযায়ী, সোমবার (২৪ ঘণ্টায়) বাংলাদেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ২ হাজার ৫৯৫ জন। এদিন ভারতে ৫৪ হাজার ২৮৮ জন, আমেরিকায় ৪০ হাজার ৬১২ জন, ব্রাজিলে ২৩ হাজার ৪৮ জন, কলোম্বিয়ায় ৮ হাজার ৩২৮ জন, পেরুতে ৫ হাজার ৫৪৭ জন, রাশিয়ায় ৪ হাজার ৮৯২ জন, আর্জেন্টিনায় ৪ হাজার ৫৫৭ জন, মেক্সিকোতে ৪ হাজার ৪৪৮ জন ও ফিলিপাইনে ৩ হাজার ৩১৪ জন নতুন করে করোনায় সংক্রমিত হয়েছে।
এর দুইদিন আগে অর্থাৎ শনিবার (২৪ ঘণ্টায়) ভারতে ৫৮ হাজার ১০৮ জন, আমেরিকায় ৩৭ হাজার ৬৮২ জন, ব্রাজিলে ২২ হাজার ৩৬৫ জন, কলোম্বিয়ায় ১১ হাজার ৬৪৩ জন, পেরুতে ১০ হাজার ১৪৩ জন, রাশিয়ায় ৪ হাজার ৯৬৯ জন, আর্জেন্টিনায় ৫ হাজার ৪৬৯ জন, মেক্সিকোতে ৬ হাজার ৩৪৫ জন ও ফিলিপাইনে ৩ হাজার ৩২৭ জন নতুন করে করোনায় সংক্রমিত হয়। এ ছাড়া ফ্রান্সে ৩ হাজার ১৫ জন, ইরাকে ৪ হাজার ৩৪৮ জন, দক্ষিণ আফ্রিকায় ৩ হাজার ৬৯২ জন ও স্পেনে ৩ হাজার ৪৯০ জন নতুন রোগী শনাক্ত করা হয়। এদিন বাংলাদেশে শনাক্তকৃত নতুন রোগীর সংখ্যা ছিল ২ হাজার ২৪ জন।
এদিকে মঙ্গলবার (২৪ ঘণ্টায়) দেশে নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৩ হাজার ২০০ জনের শরীরে। যা তিন দিন আগে অর্থাৎ গত শনিবারে শনাক্ত হওয়া রোগীর চেয়ে ১ হাজার ১৭৬ জন বেশি। এবং আগের দিনের (সোমবার) তুলনায় ৬০৫ জন বেশি। অর্থাৎ সংক্রমিত রোগীর বৃদ্ধির হার ২৩ দশমিক ৩০ শতাংশ।