সারা দেশে সড়ক দুর্ঘটনায় ১২ জনের প্রাণহানি হয়েছে। সিলেটের গোলাপগঞ্জে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এছাড়া রাজধানীর মোহম্মদপুরে পাঠাও চালক, বরগুনার আমতলী ও বরিশালের বাকেরগঞ্জে ২ মোটরসাইকেল চালক, টাঙ্গাইলের ধনবাড়ী ও কুড়িগ্রামের উলিপুরে ১ জন করে, মাদারীপুরের রাজৈরে যুবক, নেত্রকোনোর কলমাকান্দায় লরি চালকের প্রাণ গেছে। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো
গোলাপগঞ্জ (সিলেট) : উপজেলার চৌঘরী এলাকায় সিলেট-জকিগঞ্জ রোডে শনিবার সকালে বাস ও সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২০ যাত্রী। নিহতদের তিনজনের পরিচয় মিলেছে। তারা হলেন- অটোরিকশার যাত্রী ফাজিলপুর এলাকার মৃত আবদুল করিমের ছেলে বাহাউদ্দিন (৪০), লরিফর এলাকার আজমল আলীর ছেলে লাল মিয়া (২৮) ও লরিফর এলাকার জাকারিয়া। এরমধ্যে দু’জন ঘটনাস্থলে এবং অপর ৩ জন সিলেট ওসমানী হাসপাতালে মারা যান।
রাজধানী : রাজধানীর মোহাম্মদপুরের বছিলা এলাকায় বাসের ধাক্কায় নিহত রাইড শেয়ারিং প্রতিষ্ঠান পাঠাও চালকের নাম আসিফ ইকবাল সুমন (২৮)। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বছিলা লাউতলা মমতাজ শপিং কমপ্লেক্সের সামনের রাস্তা দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন সুমন। এ সময় একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন।
আমতলী (বরগুনা) : আমতলী-কলাপাড়া সড়কের ছুরিকাটা সৈকত ফিলিং স্টেশনের সামনে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত মোটরসাইকেল চালকের নাম খলিলুর রহমান চৌকিদার। দুর্ঘটনায় ১০ বাসযাত্রী আহত হয়েছেন। খলিলের বাড়িগ কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নের কানাইমৃধা গ্রামে।
টাঙ্গাইল ও মধুপুর : ধনবাড়ীতে দুই পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত যুবক শিপন (৩০) জামালপুর সদরের পলাশঘাট এলাকার কসর আলীর ছেলে। ধনবাড়ী উপজেলার জামালপুর-টাঙ্গাইল সড়কের জামতলী বাসস্ট্যান্ড এলাকায় শনিবার এ দুর্ঘটনা ঘটে।
উলিপুর (কুড়িগ্রাম) : উলিপুরে অটোরিকশার ধাক্কায় নিহত দিপালী রানী দাস (৫০) রাজারহাট উপজেলার বালাকান্দি দাস পাড়া গ্রামের বিনদ চন্দ্র দাসের স্ত্রী। কুড়িগ্রাম-উলিপুর সড়কের অর্জুনের ডারা এলাকায় শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
টেকেরহাট (মাদারীপুর) : রাজৈরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় নিহত যুবক বিকাশ বিশ্বাস (২৫) শিবচর উপজেলার চরবটলা দিঘী রোড এলাকার অনিল বিশ্বাসের ছেলে এবং টেকেরহাট মা লক্ষ্মী জুয়েলার্সের কর্মচারী। উপজেলার আমগ্রাম ইউনিয়নের পাখুল্লা এলাকায় শুক্রবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
বাকেরগঞ্জ (বরিশাল) : বাকেরগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে নিহত চালক আরিফ খান (১৮) উপজেলার বাহাদুরপুর গ্রামের হেমায়েত খানের ছেলে। বরিশাল-পুটায়াখালী মহাসড়কের বোয়ালিয়া বাজা সংলগ্ন সড়কে শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
কলমাকান্দা (নেত্রকোনা) : কলমাকান্দায় পাথরবোঝাই লরি খাদে পড়ে নিহত চালক রবি হোসেন (২৮) দুর্গাপুর উপজেলার চার খাল গ্রামের আবদুর রহমানের ছেলে। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে কলমাকান্দা সদর ইউনিয়নের চান্দুয়াইল ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।