ভারতে করোনা ভাইরাসের কোন পরিবর্তন নেই: গবেষণা

করোনা ভাইরাসের জিনগত দিক নিয়ে দুইটি গবেষণা থেকে জানা যায়, ভাইরাসটি জিনগতভাবেই স্থায়ী। এটির তেমন কোন পরিবর্তন কখনও দেখা যায়নি।

শনিবার ভারতের শীর্ষ চিকিৎসা বিজ্ঞানী ও বায়ো-টেকনোলোজি বিভাগের বরাত দিয়ে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় এ তথ্য জানিয়েছে। তবে তারা বলছে, কিছু কিছু ক্ষেত্রে করোনা ভাইরাসের পরিবর্তন কার্যকরভাবে ভ্যাকসিনের বিকাশকে প্রভাবিত করতে পারে। যদিও সে পরিবর্তনকে প্রতিহত করে করোনার বিরুদ্ধে সঠিক কার্যকারিতা দেখাতে ভ্যাকসিনগুলো তৈরি করা উচিত।

আরও পড়ুন: স্বৈরাচাররা ক্ষমতার লোভেই ময়েজউদ্দিনকে হত্যা করেছে: মেহের আফরোজ চুমকি

গবেষণায় আরও বলা হয়, ভ্যাকসিন প্রয়োগের পরও ভাইরাসগুলোর রূপান্তর হলে তা ওই ভাইরাসের মধ্যে কিছু নতুন শক্তি উৎপাদন করে। একসময় এই শক্তির কিছুটা নষ্ট হয়ে গেলেও কিছুটা আরও দ্রুত বিস্তার ঘটাতে পারে।

জাতীয় শীর্ষ সংবাদ