পাঁচ কোটি ছাড়াল বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা

বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা পাঁচ কোটি ছাড়িয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, করোনা মহামারির দ্বিতীয় দফা ঢেউ শুরু হওয়ার গত অক্টোবর ছিল সংক্রমণের সবচেয়ে ভয়াবহ মাস। যুক্তরাষ্ট্র প্রথম দেশ যেখানে দৈনিক করোনায় আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে।

মাত্র ৩২ দিনে মোট আক্রান্তের সংখ্যা তিন কোটি থেকে চার কোটিতে পৌঁছেছে। আর চার কোটি থেকে এই সংখ্যা পাঁচ কোটিতে পৌঁছাতে সময় লেগেছে মাত্র ২১ দিন।

অঞ্চলভিত্তিক হিসেবে বিশ্বে করোনার সবচেয়ে ভয়াবহ প্রাদুর্ভাবের শিকার ইউরোপ। এই অঞ্চলে মোট আক্রান্তের সংখ্যা প্রায় এক কোটি ২০ লাখ। বিশ্বে করোনায় মৃত্যুর ২৪ শতাংশই এই অঞ্চলে। বিশ্বে মারা গেছে ১২ লাখের বেশি মানুষ এবং সুস্থ হয়েছে সোয়া তিন কোটি।

আন্তর্জাতিক শীর্ষ সংবাদ