জনস্বার্থে বাংলাদেশের সভাপতি বাবুল হোসেন জমাদার বলেন ,ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানিয়েছেন শুধু দিল্লিতে নয় বরং পুরো দেশ জুড়েই বিনামূল্যে করোনাভাইরাসের ভ্যাকসিন ফ্রি দেওয়া হবে অথচ আমাদের দেশের সরকার এখন পর্যন্ত এই দরনের ঘোষণা না দিয়ে চুপচাপ আছে । যা আমাদের হতাশ করেছে । ‘করোনা পরিস্থিতিতে দেশের মানুষ প্রণোদনা ঠিকমতো না পেলেও টিকা ফ্রি চাই’ কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি এই দাবি জানান।
আলোচনা সভায় বাবুল জমাদার আরো বলেন, ‘বিশ্বের অন্যান্য দেশের মতো স্বাস্থ্য মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করতে স্বাস্থ্যমন্ত্রীকে ব্যবস্থা নিতে হবে। করোনার টেস্ট-টিকা ফ্রি করতে হবে। যদি দেশের মানুষকে করোনার মতো এই মহামারিতে সরকার প্রণোদনা দিতে না পারে, টিকা ফ্রি দিতে না পারে, টেস্টটা ও ফ্রি করতে না পারে, তাহলে সরকারের কী দরকার?’এই সময় আরও বক্তব্য রাখেন দলের মহাসচিব মো: সাইফুল ইসলাম , সহ-সভাপতি জালাল আহমেদ মৃধা,যুগ্ম মহাসচিব ইব্রাহিম খান, সাংগঠনিক সম্পাদক শওকত হাসান নসরু, মো: মামুন হোসেন,ইব্রাহিম হাসান মিঠু, শিক্ষাধারা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক হাসিবুল হক হাসিব প্রমুখ।