চীনে ভুয়া করোনা ভ্যাকসিন তৈরির অভিযোগে ৮০ জনকে গ্রেফতার করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
চীনের সংবাদ সংস্থা শিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, গত সেপ্টম্বর থেকে একটি অসাধু চক্র নকল ভ্যাকসিন বিক্রি করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছিল। বেইজিং, শ্যান্ডং, জিয়াংসুতে অভিযান চালিয়ে ৮০ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার ডোজ ভুয়া করোনার ভ্যাকসিন জব্দ করা হয়,
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম শিনহুয়া জানিয়েছে, গত বছরের সেপ্টেম্বর থেকে ভুয়া ভ্যাকসিনের ব্যবসা করছিল চক্রটি।
চীনে বর্তমানে দু’টি প্রতিষ্ঠানের তৈরি করোনা ভ্যাকসিন ব্যবহৃত হচ্ছে- সিনোভ্যাক এবং সিনোফার্মের। চীনের বাইরে তুরস্কের মতো আরও কয়েকটি দেশেও চলছে এগুলোর ব্যবহার।
ইত্তেফাক/এআর