মিশর ও লেবাননে ১৩ এপ্রিল মঙ্গলবার থেকে মুসলিম জাতির পবিত্র রমজান মাসের রোজা পালন শুরু হবে। এ দুই দেশের ধর্মীয় কর্তৃপক্ষ রোববার এমন ঘোষণা দিয়েছে। খবর এএফপি’র।
আরব বিশ্বের সবচেয়ে জনবহুল এ দেশের ধর্ম বিষয়ক বিভিন্ন নির্দেশ জারি করা প্রতিষ্ঠান ইজিপ্ট’স দার আল-ইফতা বলেছে, ‘১৩ এপ্রিল হবে রমজানের প্রথম দিন।’
এদিকে লেবাননের সুন্নি মুসলমানদের শীর্ষ নেতা গ্র্যান্ড মুফতি শেখ আব্দল্লতিফ দারিয়ানও বলেন, মঙ্গলবার পবিত্র রমজান মাস শুরু হবে।
চঁন্দ্র মাসের হিসাব এবং সরাসরি চাঁদ দেখার মাধ্যমে রমজান মাস শুরু হচ্ছে।
এদিকে ইসলাম ধর্মের দু’টি পবিত্র স্থানের হেফাজতকারী দেশ সৌদি আবর জানিয়েছে, রোববার নতুন চাঁদ দেখা যায়নি এবং নতুন চাঁদ দেখা কমিটি সোমবার রাতে এ ব্যাপারে আবারো বৈঠকে বসবে।
রমজান মাসের রোজা ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের অন্যতম । মুসলমানরা ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে নিজেকে বিরত রেখে রোজা পালন করেন।