করোনাভাইরাসের কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) স্থগিত ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল মঙ্গলবার ইএসপিএন ক্রিকইনফো’কে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, সবার নিরাপত্তার কথা চিন্তা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কঠোর জৈব সুরক্ষার মধ্যেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর ২৮টি ম্যাচ অনুষ্ঠিত হলেও মাঝপথে করোনায় আক্রান্ত হতে শুরু করেন ক্রিকেটার ও স্টাফরা। আট ফ্র্যাঞ্চাইজির চারটিতে করোনা পজিটিভ হয়েছেন খেলোয়াড় ও সাপোর্ট স্টাফরা।
এমন পরিস্থিতিতে টুর্নামেন্ট চালু রাখতে হিমশিম খাচ্ছে আয়োজকরা। ফলে অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিতের ঘোষণা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
আইপিএলের সহ-সভাপতি রাজীব শুক্লা এএনআই-কে জানিয়েছেন, এই মৌসুমের জন্যই স্থগিত হয়ে গেছে আইপিএল।